ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

নাটকে প্রবাসী পাত্রের বিয়ের গল্প

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২৩
নাটকে প্রবাসী পাত্রের বিয়ের গল্প

এক প্রবাসীর বিয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে নতুন নাটক ‘প্রবাসী পাত্র’। জিয়াউদ্দিন আলমের পরিচালনায় স্কাইভিউ ফিল্মের ব্যানারে নির্মিত এ নাটকে অভিনয় করেছেন মীরাক্কেলখ্যাত জামিল হোসাইন।

তার সঙ্গে জুটি বেঁধেছেন ইমু সিকদার।

‘প্রবাসী পাত্র’ নাটকটি ইউটিউবে প্রকাশ পেয়েছে। প্রকাশের পর এর গল্প ও নির্মাণের জন্য বেশ আলোচনায় এসেছে।

নাটকটি নিয়ে নির্মাতা জিয়াউদ্দিন আলম বলেন, আমি এর আগে প্রবাসীদের নিয়ে একটি নাটক নির্মাণ করেছি। তবে ‘প্রবাসী পাত্র’ একজন প্রবাসীর দেশে আসার পরে বিয়ে নিয়ে যে সমস্যাগুলো হয় সেটা তুলে ধরার চেষ্টা করেছি। নাটকটি নিয়ে আমার অনেক প্রত্যাশা।

অভিনেতা জামিল বলেন, জিয়া ভাই সবসময় ভালো কাজ করেন। তার সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ। আমি অনেক আনন্দ নিয়ে শুটিং করেছি। এ নাটকের গল্পই আসল নায়ক। এখন পর্যন্ত ভালো রেসপন্স পাচ্ছি।

ফেরারী ফরহাদের রচনায় ‘প্রবাসী পাত্র’ নাটকে জামিল ও ইমু সিকদার ছাড়া আরো অভিনয় করেছেন পামির আহমেদ, সৈয়দ শিপুল, ফাতেমা হিরা, তাহসিন রবিন ও জারা ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।