ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

সব প্রার্থীর জন্য সমান সুযোগ থাকবে: রিটার্নিং কর্মকর্তা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৯
সব প্রার্থীর জন্য সমান সুযোগ থাকবে: রিটার্নিং কর্মকর্তা

ঢাকা: নির্বাচনে উৎসবের আমেজ রয়েছে। এটা যেন নষ্ট না হয়, সে ব্যবস্থা নেওয়া হবে। সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে।

আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম সাংবাদিকদের একথা বলেন।  

বিএনপি ও আওয়ামী লীগের মেয়র প্রার্থীদ্বয় মনোনয়নপত্র দাখিল করার পর তিনি সাংবাদিকদের সামনে আসেন।

তিনি বলেন, কোনো প্রার্থী আচরণবিধি ভঙ্গ করেনি। পাঁচজনের বেশি কেউ লোকবল আনেনি। এক হাজার প্রার্থী সব মিলিয়ে। পাঁচজন করে এলে পাঁচ হাজার লোক হয়। তাই একটু জনসমাগম হবেই।

রিটার্নিং কর্মকর্তা আরও বলেন, কেউ আচরণবিধি লঙ্ঘন করেছে, এমন অভিযোগ এলে আইনানুগ ব্যবস্থা নেবো।

***ইভিএমের ব্যবহার চান না তাবিথ
বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৯
ইইউডি/এএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।