ঢাকা: আস্থার সংকট কাটাতে যোগাযোগ দক্ষতা বাড়ানোর প্রশিক্ষণ নেবে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক ‘দ্য ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকটোরাল সিস্টেম-আইএফইএস’ থেকে দুইদিনের প্রশিক্ষণ নেবে সংস্থাটি।
ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলমের বুধবার (১৯ ফেব্রুয়ারি) সই করা এক অফিস আদেশ থেকে বিষয়টি জানা গেছে।
এতে বলা হয়েছে, আগামী ২২ ও ২৩ ফেব্রুয়ারি আইএফইএস আয়োজিত দুইদিন ব্যাপী ‘স্ট্র্যাটেজিক কমিউনিকেশন ট্রেনিং’ নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে। এজন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের যথা সময়ে প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত থাকতে হবে। কর্মসূচি উদ্বোধন করবেন নির্বাচন কমিশনার বেগম তাহমিদা আহমদ।
দুইদিনের প্রশিক্ষণ কর্মসূচিতে ইসির প্রতি আস্থাহীনতা, নির্বাচনে প্রাতিষ্ঠানিক গ্রহণযোগ্যতা, অপ্রচার, ভুল তথ্য প্রচার, ভোটার নিবন্ধন যোগাযোগ ঘাটতি, দক্ষতা বৃদ্ধি ও ঘাটতি পূরণে বৈশ্বিক প্রেক্ষাপট, সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচন কমিশনের (ইসি) গ্রহণযোগ্য উপস্থিতি, অনলাইনে ভুল তথ্য চিহ্নিতকরণ ও ভোটারদের জন্য উৎসাহমূলক কনটেন্ট প্রচার, যোগাযোগের স্বচ্ছতা আনা প্রভৃতি বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হবে।
আইএফইএস যুক্তরাষ্ট্র ভিত্তিক অলাভজনক ও অরাজনৈতিক প্রতিষ্ঠান। এটি ১৯৮৭ সাল থেকে বিশ্বের ১৪৫টি দেশের নির্বাচন ব্যবস্থা ও গণতন্ত্রের উন্নয়নে সহায়তা দিয়ে আসছে।
ইসি কর্মকর্তারা জানান, প্রতি সংসদ নির্বাচনের আগেই নানা ধরনের অপপ্রচার ও ভুল তথ্য প্রচার করা হয়। এতে নির্বাচন কমিশনের আস্থার সংকট বাড়ে। তাই সহজে বিষয়গুলোকে মোকাবিলা করার জন্য এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
আগামী ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এই লক্ষ্যে নির্বাচন কমিশন প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে। এরইমধ্যে ভোটার তালিকা হালানাগাদ কার্যক্রম চলমান রেখেছে সংস্থাটি। প্রক্রিয়াধীন আছে পর্যবেক্ষক ও রাজনৈতিক দল নিবন্ধনের কাজ। এছাড়া সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়েও প্রস্তুতি নিচ্ছে ইসি।
বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৫
ইইউডি/আরএইচ