ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

কুমিল্লা-৭ আসনে নৌকার আলী আশরাফ জয়ী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৮
কুমিল্লা-৭ আসনে নৌকার আলী আশরাফ জয়ী অধ্যাপক মো. আলী আশরাফ

কুমিল্লা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৭ আসনে আওয়ামী লীগের প্রার্থী অধ্যাপক মো. আলী আশরাফ জয়ী হয়েছেন। এ নিয়ে পঞ্চমবারের মতো জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হলেন তিনি।

এ আসনে ৮৩টি ভোটকেন্দ্রের মধ্যে ৮২টি কেন্দ্রের ফলাফলে বাংলাদেশ নৌকা প্রতীকে ১ লাখ ৮৪ হাজার ৯০১ ভোট পেয়েছেন আলী আশরাফ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ ধানের শীষ প্রতীকে ১৫ হাজার ৭৪৭ ভোট পেয়েছেন।

 

কুমিল্লা-৭ আসনের একটি কেন্দ্র সংঘর্ষের জন্য স্থগিত রয়েছে। চান্দিনা আসনে মোট ভোটার ২ লাখ ৫৪ হাজার ৫১৫ জন।

রোববার (৩০ ডিসেম্বর) রাত ৮টায় সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এসএম জাকারিয়া এ ফলাফল নিশ্চিত করেন।

অধ্যাপক মো. আলী আশরাফ এর আগে ১৯৭৩ সালে প্রথমবার এবং ১৯৯৬, ২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চতুর্থবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।