ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

কোনো চাপ নেই, আল্লাহ তাআলা আমাদের পাঠিয়েছেন: সিইসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৪
কোনো চাপ নেই, আল্লাহ তাআলা আমাদের পাঠিয়েছেন: সিইসি

ঢাকা: নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, আগে ডামি নির্বাচন হয়েছিল, ১৫৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। সেরকম যাতে না হয়, সেজন্য আল্লাহ তাআলা আমাদের পাঠিয়েছেন।

আমাদের কোনো চাপ নেই।

রোববার (২৪ নভেম্বর) নির্বাচন ভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সেখানে নানা প্রশ্নের উত্তর দেন প্রধান নির্বাচন কমিশনার।  
 
আগের কমিশনগুলোও আপনাদের মতো বলেছিল সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সর্বশক্তি দিয়ে সবকিছু করবে। কিন্তু রাজনৈতিক চাপ আসে, সেদিক থেকে কতটুকু নিশ্চয়তা আপনারা দিতে পারবেন- এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, শুনুন, শতভাগ না-ও হতে পারে আপনাদের (গণমাধ্যমের) বিবেচনায়। কিন্তু আমাদের প্রচেষ্টা থাকবে শতভাগ।  

তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের শতভাগ চেষ্টা থাকবে। আপনারা তো একেক ধরনের মতবাদ দিতেই পারেন। আগে ডামি নির্বাচন হয়েছে, ১৫৩ জন বিনা ভোটে নির্বাচিত হয়েছিলেন। এই জন্যই বললাম-আমাদের আগমন কিন্তু সেগুলো মোকাবিলা করার জন্যই। সেরকম যাতে না হয়, আল্লাহ তাআলা আমাদের পাঠিয়েছেন, এইরকমই মনে হয় এখন।

তিনি আরও বলেন, আমি এটিকে সুযোগ হিসেবে নিচ্ছি, আপনারা তো চ্যালেঞ্জ বলছেন। শেষ জীবনে এসে জাতির জন্য কিছু করার আমি একটি সুযোগ পেয়েছি। আমি সহ সহকর্মীরা অনুভব করছি যে, শেষ জীবনে এসে একটি সুযোগ পেয়েছি। এ সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন। আমরা যেন সুযোগের সদ্ব্যবহার করি। এখানে যদি আমরা ফেল করি, তাহলে এ দেশের ভোটিং সিস্টেমের কী হবে, আপনারা বুঝতেই পারছেন।

আপনাদের উদ্দেশ্য সৎ থাকলেও সরকারের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলে আপনারা কতটা করতে পারবেন- এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, এই সরকার সেই সরকার নয়। আগের সরকার চাপ দিয়েছিল, কারণ তাদের দলীয় এজেন্ডা ছিল। এ সরকারের তো কোনো এজেন্ডা নাই। অধ্যাপক ইউনূসের কোনো রাজনৈতিক অভিলাষ নেই। তিনি একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে বিদায় হতে চান। তিনি মুক্তি পেতে চান, এ কথা বলেছেন। সুতরাং তার বা তার সরকারের পক্ষ থেকে কোনো চাপ নেই।

তিনি বলেন, অতীতে তো চাপ ছিল। সেটিই ছিল বড় চাপ। আমাদের তো সেই চাপ নেই। আমরা বুঝতে পারছি যে আমাদের স্বাধীনতা দেওয়া হয়েছে। আমরা আমাদের পক্ষ থেকে যা করার করব। আপনাদের সঙ্গে নিয়ে, গণমাধ্যম ও জনগণকে সঙ্গে নিয়ে। সরকারের পক্ষ থেকে কোনো ধরনের চাপ নাই। আমি কনভিন্সড যে কোনো ধরনের চাপ থাকবে না।

এ সময় অন্য চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৪
ইইউডি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।