ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ইভিএমে ভোট নিয়ে নেপালের সন্তোষ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৮
ইভিএমে ভোট নিয়ে নেপালের সন্তোষ সংবাদ সম্মেলনে কথা বলছেন নেপালের দুই পর্যবেক্ষক

ঢাকা: বাংলাদেশ নিজস্ব প্রযুক্তির মাধ্যমে ইভিএম ভোট প্রক্রিয়ায় নির্বাচন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে নেপালের পর্যবেক্ষক প্রতিনিধিদল।

রোববার (৩০ ডিসেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁও হোটেলে এক ব্রিফিংয়ে নেপালের পর্যবেক্ষক প্রতিনিধিদল সন্তোষের কথা জানান।  

একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে নেপাল থেকে দু’জন সদস্য বাংলাদেশে এসেছেন।

নির্বাচন শেষে রোববার সন্ধ্যায় নেপালের প্রতিনিধিদলের নেতা দিপেন্দ্র কান্ডাল সংবাদ সম্মেলনে বলেন, আমরা ঢাকা-৬ ও ঢাকা-১৩ আসনের নির্বাচন পর্যবেক্ষণ করেছি। ইভিএম প্রযুক্তি নিয়ে আমাদের আগ্রহ ছিল। বাংলাদেশ নিজস্ব প্রযুক্তির মাধ্যমে  পরীক্ষামূলকভাবে ইভিএম ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে পেরেছে।  

দিপেন্দ্র কান্ডাল আরো বলেন, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ও পরিচ্ছন্ন ছিল বলেও তিনি মন্তব্য করেন।  

৩০ ডিসেম্বর সারাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।  এই নির্বাচনে প্রচুর দেশি-বিদেশি পর্যবেক্ষক এসেছেন।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮ 
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।