ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ধানের শীষের কনক চাঁপা-রুমানা-রফিকুলের ভোট প্রত্যাখ্যান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
ধানের শীষের কনক চাঁপা-রুমানা-রফিকুলের ভোট প্রত্যাখ্যান কনক চাঁপা। ফাইল ফটো

সিরাজগঞ্জ: ঐক্যফ্রন্টের ধানের শীষ প্রতীকের সিরাজগঞ্জ-১ আসনের প্রার্থী কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনক চাঁপা, ২ আসনের প্রার্থী রুমানা মাহমুদ ও ৪ আসনের প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান ভোট প্রত্যাখ্যান করেছেন।

রোববার (৩০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা বিএনপির নির্বাচন সমন্বয়ক হারুন অর রশিদ খান হাসান সাংবাদিকদের এসএমএস করে এ তথ্য জানিয়েছেন।

সিরাজগঞ্জ-৪ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খানের প্রধান নির্বাচনী এজেন্ট ও উল্লাপাড়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাজাহান আলী জানান, ভোট কারচুপির অভিযোগে ধানের শীষের প্রার্থীরা এ সিদ্ধান্ত নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।