ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী: তোফায়েল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী: তোফায়েল

ভোলা: ‘শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে এবং এ পরিবেশে অব্যাহত থাকবে। বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। ২৪০টি আসনেই আওয়ামী লীগ জয়ী হবে।’

রোববার (৩০ ডিসেম্বর) সকাল ৮টার দিকে শহরের বাংলাস্কুল ভোটকেন্দ্রে সদর আসনের বাণিজ্যমন্ত্রী ও ভোলা-১ (সদর) আসনে আওয়ামী লীগের প্রার্থী তোফায়েল আহমেদ ভোট দিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এছাড়া ভোট দিয়েছেন বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীরও।

 

সকাল থেকেই কেন্দ্রগুলোতে নারী ও পুরুষ ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

ভোলার চারটি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। এখানে আওয়ামী লীগের চারজন, বিএনপির চারজন, ইসলামী আন্দোলনের চারজন, জাতীয় পার্টির দুইজন ও সিপিবির এক প্রার্থীসহ মোট ১৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন করছেন। জেলার ৪৭৬টি ভোট কেন্দ্রের মধ্যে ২৯টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ। এখানের ভোটার ১২ লাখের অধিক।

বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।