ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

রসিক নির্বাচন: মুস্তাফিজার ১৭২২৩, ঝন্টু ৭৪৪১

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
রসিক নির্বাচন: মুস্তাফিজার ১৭২২৩, ঝন্টু ৭৪৪১ রসিক নির্বাচনে ফলাফল ঘোষণা কেন্দ্র। ছবি: বাংলানিউজ

ঢাকা: রংপুর সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে দিনভর ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা। এরই মধ্যে গণনা শেষে ২৬টি কেন্দ্রে ফল প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত  ১৯৩ কেন্দ্রের মধ্যে ২৬টির ফলাফল ঘোষণা করা হয়েছে।  

বেসরকারি এ ফলাফলে লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী মোস্তাফিজার রহমান পেয়েছেন ১৭২২৩ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন আওয়ামী লীগের সরফুদ্দীন আহমেদ ঝন্টু ৭৪৪১ ভোট পেয়েছেন।  

আর বিএনপি প্রার্থী কাওসার জামান পেয়েছেন ৩৩৩৯ ভোট।  

এর আগে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, যা চলে বিকেল ৪টা পর্যন্ত। দিনভর বেশ উৎসবমুখর পরিবেশে ভোট দেন সিটি করপোরেশন এলাকার ভোটাররা।  

নির্বাচনে এবার মেয়র পদে দলীয় প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাত প্রার্থী। তাদের সঙ্গে ৩৩ ওয়ার্ডে লড়ছেন ২৭৬ কাউন্সিলর প্রার্থী।

সিটি করপোরেশন এলাকার ১৯৩ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯৩ হাজার ৮৯৪ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ৯৬ হাজার ২৫৬ জন। আর নারী ভোটার রয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৬৩৮ জন।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭/আপডেটেড ১৯৪৯
এমআইএচ/এসএইচ/এমএ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।