ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

নারী ভোটারও সামিল উৎসবে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
নারী ভোটারও সামিল উৎসবে গণেশপুরের হাজী তমিজ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র

রংপুর: শীতের সকালে রোদের ঝিলিক। যেন খুশির বান পড়েছে নগরে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল ৮টায় রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। যা বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। 

ভোট শুরুর পর থেকেই কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ব্যাপক। পুরুষদের পাশাপাশি নারী ভোটাররাও এসেছেন সকাল সকাল।

দীর্ঘ লাইন। রোদের সঙ্গে হাসছেন তারাও।

গণেশপুরের হাজী তমিজ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো।

ভোট দিয়ে বেরিয়ে গুড়াতিপাড়া এলাকার ফুলমতি বলেন, ভোট ভালোভাবি দিছি। সমস্যা হয় নাই। বাসার কাজ করতে হবে তাই সকালেই এসেছি।

সব বয়সের ভোটাররা এসেছেন কেন্দ্রে। প্রায় তিন হাজার ভোটার ভোট দেবেন এই কেন্দ্রে।

বাংলাদেশ সময়: ০৮৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
এমঅাইএইচ/এসআই

**ভোটেরউৎসব

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।