ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

বিকেলে ইসিতে যাচ্ছে বিএনপির প্রতিনিধিদল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৮ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৭
বিকেলে ইসিতে যাচ্ছে বিএনপির প্রতিনিধিদল

ঢাকা: নির্বাচন কমিশনে (ইসি) যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল। দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের নেতৃত্বে প্রতিনিধি দলটি সোমবার (৩১ জুলাই) বিকেল ৪টায় ইসিতে যাবে।

দুপুরে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন। তবে কী কারণে দলটি ইসিতে যাচ্ছে তা জানা যায়নি।

সোমবার ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর ২০১৬ পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার শেষ দিন। এরইমধ্যে প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে আওয়ামী লীগের চার সদস্যের একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার কাছে তাদের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৭
এজেড/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।