ঢাকা: দেশি পর্যবেক্ষক সংস্থাগুলোর কার্যক্রম পুনর্মূল্যায়ন করবে নির্বাচন কমিশন (ইসি)। এতে সঠিকতা না পেলে সংশ্লিষ্ট সংস্থার নিবন্ধন বাতিল করা হবে।
ইসি কর্মকর্তারা জানান, পর্যবেক্ষক নীতিমালা সংশোধন করে এমন বিধান আনার কথা ভাবা হচ্ছে। এরই মধ্যে নীতিমালা সংশোধনের কার্যক্রম শুরু হয়েছে।
প্রতি সংসদ নির্বাচনের আগে পাঁচ বছরের জন্য দেশি সংস্থার নিবন্ধন দেয় ইসি। এক্ষেত্রে ২০২৩ সালেও ৯৬টি সংস্থাকে নিবন্ধন দেওয়া হয়েছিল। সে সময় নিবন্ধন পাওয়া সংস্থারগুলো কার্যক্রম সঠিক আছে কিনা মূলত সেটাই যাচাই করতে চাচ্ছে ইসি।
এ বিষয়ে জানতে চাইলে ইসির অতিরিক্ত সচিব কেএমআলী নেওয়াজ বলেন, আইনে যেভাবে আছে সেভাবেই হবে। তবে আমরা পুনর্মূল্যায়ন করবো। এতে যাদেরটা রাখা যায় তারা থাকবে৷ অন্যরা বাদ পড়বে। এক্ষেত্রে এয়োদশ সংসদ নির্বাচনের আগে যদি নতুন করে নিবন্ধন দিতে হয়, আমরা সেটাও দেখবো।
২০০৮ সাল থেকে ভোট পর্যবেক্ষণের জন্য পর্যবেক্ষক নিবন্ধন দিচ্ছে ইসি। সে সময় ১৩৮টি সংস্থা নিবন্ধন পেয়েছিল। ২০১৮ সালে ১১৮টি সংস্থাকে নিবন্ধন দিয়েছিল ইসি।
বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, মার্চ ১, ২০২৫
ইইউডি/জেএইচ