ঢাকা: জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভারের সুরক্ষা নিশ্চিতে সেবাদাতা ১৮৩টি প্রতিষ্ঠানের সঙ্গে মতবিনিময় করবে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (৯ ফেব্রুয়ারি) এনআইডি শাখার সহকারী পরিচালক মুহা. সরওয়ার হোসেনের জারি করা এক অফিস আদেশ থেকে বিষয়টি জানা গেছে।
এতে উল্লেখ করা হয়েছে, আগামী ১০, ১২ ও ১৩ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (বেসমেন্ট-১) নির্বাচন কমিশনে সংরক্ষিত জাতীয় তথ্য ভাণ্ডারের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতকরণ, তথ্যের অপব্যবহার রোধ, সাইবার হুমকি বিষয়ে সতর্কীকরণ, বিদ্যমান চুক্তিপত্র সময়োপযোগীকরণসহ এ সেবা সংক্রান্ত নানাবিধ বিষয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এনআইডি সেবা গ্রহণকারী প্রতিষ্ঠানসমূহের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
বর্তমানে ১৮৩টি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি ভিত্তিতে এনআইডি তথ্য শেয়ার করে থাকে ইসি। অতীতের এসব প্রতিষ্ঠানের কোনো কোনোটির কারিগরি ত্রুটির কারণে এনআইডি তথ্য ফাঁস হওয়ার ঘটনা ঘটেছে। তাই এ মতবিনিময়ের আয়োজন করেছে সংস্থাটি।
বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২৫
ইইউডি/আরবি