ঢাকা: বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে যারা বাদ পড়েছেন, তারা নিকটস্থ নিবন্ধনকেন্দ্রে গিয়ে ভোটার হতে পারবেন। নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বাড়ি বাড়ি গিয়ে ভোটার তথ্য সংগ্রহের কাজ শেষ হয়েছে। যারা ভোটারযোগ্য, কিন্তু এখনো ভোটার হননি, তারা ১১ এপ্রিল পর্যন্ত নিকটস্থ ভোটার রেজিস্ট্রেশন কেন্দ্রে অথবা সংশ্লিষ্ট উপজেলা বো থানা নির্বাচন অফিসে প্রয়োজনীয় কাগজপত্রসহ যোগাযোগ করে ভোটার হতে পারবেন।
ইসি সচিব আখতার আহমেদ এরইমধ্যে গণমাধ্যমকে জানিয়েছেন, সোমবার (০৩ ফেব্রুয়ারি) পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদে ৪৯ লাখ ৭০ হাজার ৩৮৮ জন ভোটারের তথ্য সংগ্রহ করা হয়েছে। তবে ৬১ লাখ ৮৯ হাজার লক্ষ্যমাত্রা ছিল।
তিনি বলেন, বাদ পড়া ভোটার বৃদ্ধির হার ০২ দশমিক ৪৪ শতাংশ। অতীতে যারা ভোটার হতে পারেননি, তাদের হার এটি। আর নতুন যারা ভোটার হবেন ২০২৬ সালের ১ জানুয়ারি তাদের হার হলো ১ দশমিক ৪৫ শতাংশ। মোট বৃদ্ধির হার সেই হিসেবে ৩ দশমিক ৯ শতাংশ।
ইসি সচিব আখতার আহমেদ জানান, মৃত ভোটার বাদ পড়েছে ১৫ লাখ ২৩ হাজার। এই সংখ্যা গতবারের চেয়ে এখনো কম। কেন কম তা নির্দিষ্টভাবে বলা মুশকিল। এখনো মাঠ থেকে ফিডব্যাক কম। আমরা বাড়ি বাড়ি যেতে পেরেছি কি না, না পারলে কী সীমাবদ্ধতা ছিল, খুঁজে বের করার চেষ্টা করব।
২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহের কাজ শুরু করেছিল ইসি। সোমবার তথ্য সংগ্রহের কাজ শেষ হয়।
বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২৫
ইইউডি/আরএইচ