ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

ইসির ডাটা এন্ট্রি অপারেটর পদে লিখিত পরীক্ষা ৩১ জানুয়ারি

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৫
ইসির ডাটা এন্ট্রি অপারেটর পদে লিখিত পরীক্ষা ৩১ জানুয়ারি

ঢাকা: প্রায় পাঁচ বছর ঝুলে থাকার পর ৪৬৮টি ডাটা এন্ট্রি অপারেটর পদে লিখিত পরীক্ষার সময়সূচি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৩১ জানুয়ারি সকাল ১০টা থেকে দেড় ঘণ্টার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ইসির জনবল ব্যবস্থাপনা শাখার উপ-সচিব খোরশেদ আলমের জারি করা এক প্রেস বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা গেছে।

এতে উল্লেখ করা হয়, নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ের কার্যালয়ের ৪৬৮টি ডাটা এন্টি অপারেটরের শূন্যপদে নিয়োগের লক্ষ্যে নৈর্ব্যক্তিক পরীক্ষার অংশগ্রহণকারী এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিপিএলএ নং- ১৯৫৯ / ২০২২, ১৯৬০ / ২০২২ এবং ১৯৬১ /২০২২-এর আদেশের লিখিত পরীক্ষা ৩১ জানুয়ারি সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

শেরে বাংলানগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আগারগাঁও, কেন্দ্রে ৩০০০০০০০১ থেকে ৩০০০১৪৭৭১ রোল নম্বর; বিসিআইসি কলেজ, চিড়িয়াখানা রোড, মিরপুর কেন্দ্রে ৩০০০১৪৭৭২ থেকে ৩০০০৩৭২৭৬ রোল নম্বর পর্যন্ত; সরকারী মোহাম্মদপুর মডেল স্কুল এন্ড কলেজ, গজনবী রোড, কলেজ গেট, মোহাম্মদপুর কেন্দ্রে ৩০০০৩৭২৭৭ থেকে ৩০০০৫১৬০৪ রোল নম্বর; ঢাকা কলেজ কেন্দ্রে ৩০০০৫১৬০৫ থেকে ৩০০০৮৪৭১৬ রোল নম্বর পর্যন্ত; ইডেন মহিলা কলেজ, আজিমপুর কেন্দ্রে 
৩০০০৮৪৭১৭ থেকে ৩০০১২৯৩৯১ রোল নম্বর পর্যন্ত; গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সাইন্স [পূর্বের গার্হস্থ্য অর্থনীতি (হোম ইকোনোমিক্স) কলেজ], আজিমপুর, কেন্দ্রে ৩০০১২৯৩৯২ থেকে ৩০০১৩৯৬৪১ রোল নম্বর পর্যন্ত প্রার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

লিখিত পরীক্ষার প্রবেশপত্র http://ecs.teletalk.com.bd ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।

সংশ্লিষ্ট প্রার্থীকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে।

লিখিত পরীক্ষার প্রবেশপত্র পরীক্ষার দিন অবশ্যই সাথে আনতে হবে। কারণ যাই হোক না কেন প্রবেশপত্র ব্যতিত কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না; পরীক্ষার্থীকে স্ব-স্ব জাতীয় পরিচয়পত্রের মূলকপি অবশ্যই সাথে আনতে হবে;ননির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট আগে আসন গ্রহণ করতে হবে এবং পরীক্ষা শুরুর পর কোনো প্রার্থীকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কোনো পরীক্ষার্থী পরীক্ষা কক্ষ ত্যাগ করতে পারবে
না; ব্যাগ, বইপত্র, মোবাইল ফোন, ঘড়ি, ক্যালকুলেটর এবং ইলেক্ট্রনিক কার্ড/ডিভাইস আনা সম্পূর্ণ নিষিদ্ধ।

এছাড়া হাজিরা তালিকা এবং উত্তরপত্রে পরীক্ষার্থীর স্বাক্ষর আবেদনপত্রের স্বাক্ষরের অনুরূপ হতে হবে; পরীক্ষায় অসুদপায় অবলম্বন ও অসদাচরণের কারণে সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে বহিষ্কার করা হবে। প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং পরীক্ষা সংক্রান্ত তথ্য, আসন বিন্যাস ও ফলাফল নির্বাচন কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে
(www.ecs.gov.bd) পাওয়া যাবে।

২০১৯ সালে এই পদে নিয়োগ উদ্যোগ নিলেও মামলার কারণে তা স্থগিত হয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৫
ইইউডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।