ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

২০২০ সাল পূর্ববর্তী ঝুলে থাকা এনআইডি আবেদন দ্রুত নিষ্পত্তির উদ্যোগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৪
২০২০ সাল পূর্ববর্তী ঝুলে থাকা এনআইডি আবেদন দ্রুত নিষ্পত্তির উদ্যোগ

ঢাকা: ২০২০ সাল পূর্ববর্তী অনিষ্পন্ন জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত আবেদন দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে মাঠ কর্মকর্তাদের কাছে তালিকা করে তথ্য পাঠাতে বলেছে সংস্থাটি।

রোববার (১৭ নভেম্বর) ইসি সচিব শফিউল আজিম কর্মকর্তাদের এমন নির্দেশনা দিয়েছেন।

এতে উল্লেখ করা হয়েছে, ২০২০ সালের আগের জাতীয় পরিচয়পত্র সেবা পাওয়ার যে-সব আবেদন এখনও নিষ্পত্তি করা হয়নি, সেসব আবেদনের অঞ্চল/জেলা/উপজেলাভিত্তিক তালিকা আগামী তিন কার্যদিবসের মধ্যে নথিতে উপস্থাপন করতে হবে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে মাঠ পর্যায়ে ১০টি নির্বাচনী অঞ্চলে ছয় লাখ ৬৫ হাজার ৫১৬টি এনআইডি আবেদন অনিষ্পন্ন অবস্থায় রয়েছে। এগুলোর মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে (আবেদনের ধরণ) অনিষ্পন্ন অবস্থায় রয়েছে দুই লাখ ৬৮ হাজার ২৯৪টি আবেদন। আর তথ্য কিংবা দলিলাদি জটিলতা সংক্রান্ত আবেদন ঝুলে আছে তিন লাখ ৭৭ হাজার ২২২টি। এদের মধ্যে অনেকের আবেদন ২০২০ সালের আগে করা।

এদিকে ইসি সচিব আরও বেশ কিছু কার্যক্রম বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন।

এগুলো হলো-
১. আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের ওয়্যারহাউস নির্মাণের জমি সম্পর্কে প্রতি দুই সপ্তাহ পর পর অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে হবে।

২. উপজেলা পর্যায়ের অফিসসমূহে ফিঙ্গারপ্রিন্ট ও স্ক্যানার সরবরাহ এবং ভেরিফিকেশনের ব্যবস্থা আগামী ২৮ নভেম্বরের মধ্যে করতে হবে।

৩. মুদ্রিত স্মার্ট কার্ড বিতরণের লক্ষ্যে প্রয়োজনে একইসঙ্গে একাধিক উপজেলায় বিতরণ ও পাওয়া স্মার্ট কার্ডসমূহ বিতরণের তথ্য সমন্বয় উপস্থাপন।

৪. এনআইডি সেবাকে বেগবান করতে ডাটা এন্ট্রি অপারেটরদের কার্ড ম্যানেজমেন্ট সিস্টেমে ইউজার আইডি ও পাসওয়ার্ড বহাল রেখে উপজেলা/থানা নির্বাচন কার্যালয়ের অফিস সহকারীদেরও ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া।

৫. ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুরুর পূর্ব প্রস্তুতি হিসেবে ভোটার নিবন্ধন কাজের জন্য ল্যাপটপ ও ক্যামেরাসহ প্রয়োজনীয় যন্ত্রপাতির চাহিদা নির্ধারণ।  

৬. বাস্তবায়নাধীন ও বাস্তবায়িত প্রকল্পসমূহের অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন।

৭. মাঠ পর্যায়ের অফিসসমূহ থেকে শূন্য পদে জনবলের চাহিদা সংগ্রহপূর্বক পদায়নের ব্যবস্থা করতে হবে।

৮. প্রবাসীদের ভোটার রেজিস্ট্রেশনের জন্য তদন্ত প্রতিবেদনসহ প্রয়োজনীয় কার্যক্রম দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে হবে। কোনো কর্মকর্তার কাছে কতটি আবেদন পেন্ডিং আছে তার তালিকা উপস্থাপন করতে হবে। জাতীয় পরিচয়পত্র সেবা নিরবচ্ছিন্নভাবে দেওয়ার লক্ষ্যে বেসরকারি মোবাইল কোম্পানির পাশাপাশি সরকারি মোবাইল কোম্পানি টেলিটকের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার ব্যবস্থা করতে হবে।

৯. মাঠ কার্যালয়ের ক্ষতিগ্রস্ত সরকারি গাড়ির অকেজোকরণ এবং তার পরিবর্তে নতুন গাড়ি ক্রয়ের ব্যবস্থা গ্রহণ এবং নতুন গাড়ি ক্রয়ের আগ পর্যন্ত অতিদ্রুত গাড়ি ভাড়া করার অনুমতি ও অর্থ দিতে হবে।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৪
ইইউডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।