ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

১৫ পদে লোকবল নিয়োগ দেবে ইসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৪
১৫ পদে লোকবল নিয়োগ দেবে ইসি

ঢাকা: ১৫টি পদে লোকবল নিয়োগ দেবে নির্বাচন কমিশন (ইসি)। আবেদনের শেষ সময় ৩১ অক্টোবর।

ইসির জনবল ব্যবস্থাপনা শাখার উপ-সচিব খোরশেদ আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা গেছে।

এতে বলা হয়েছে, নির্বাচন কমিশন সচিবালয় ও এর আওতাধীন মাঠ পর্যায়ের কার্যালয়ের রাজস্ব খাতভুক্ত ১৫টি শূন্য পদে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের লক্ষ্যে যোগ্যতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।  

আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা http://ecs.teletalk.com.bd এ ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

শূন্য পদগুলোর মধ্যে রয়েছে, কম্পিউটার অপারেটর, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, ফিজিক্যাল ইন্সট্রাক্টর, উচ্চমান সহকারী, স্টোর কিপার, হিসাব সহকারী, চিকিৎসা সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, গাড়িচালক, ডেসপাস রাইডার ও রেস্টহাউজ কেয়ারটেকার।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৪
ইইউডি/জেএইচ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।