ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

এনআইডি আবেদন অসম্পূর্ণ হলেই বাতিল নয়, কর্মকর্তাদের সতর্ক করল ইসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
এনআইডি আবেদন অসম্পূর্ণ হলেই বাতিল নয়, কর্মকর্তাদের সতর্ক করল ইসি

ঢাকা: জাতীয় পরিচযপত্র (এনআইডি) সংক্রান্ত আবেদনের সঙ্গে তথ্যের ঘাটতি থাকলে তা বাতিল না করতে মাঠ কর্মকর্তাদের সতর্ক করল নির্বাচন কমিশন (ইসি)। কেননা, এমন নির্দেশনা দেওয়া হলেও অনেক কর্মকর্তা তা মানছেন না।

সংস্থাটির এনআইডি শাখার উপ-পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) মো. তকদির আহেমদ ইতোমধ্যে নির্দেশনাটি মাঠ কর্মকর্তাদের পাঠিয়েছেন।

এতে উল্লেখ করা হয়েছে, যেসব আবেদনের সঙ্গে ডকুমেন্ট সংযুক্ত করা হয়নি, সেসব আবেদন বাতিল না করে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে হার্ডকপিতে প্রতিবেদন প্রেরণের সময় ‘ডকুমেন্ট সংযুক্ত নেই’ উল্লেখ করতে হবে। পরে ডকুমেন্ট সংযুক্ত করা হলে তদন্ত কার্যক্রম সম্পাদন করতে হবে।

এ সংক্রান্ত পূর্বে নির্দেশনা দেওয়া সত্ত্বেও কিছু কিছু উপজেলা/থানা/রেজিস্ট্রেশন অফিসার যেসব আবেদনে ডকুমেন্ট সংযুক্ত করা হয়নি, সেসব আবেদন বাতিল করেছেন। তাই যেসব আবেদনের সঙ্গে ডকুমেন্ট সংযুক্ত করা নেই সেসব আবেদন বাতিল না করা, সে বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। একই সঙ্গে তার প্রতিবেদন ছকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে পাঠাতে হবে।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
ইইউডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।