ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

আচরণবিধি ভঙ্গের অভিযোগে ডোমারে চেয়ারম্যান প্রার্থীর ২ কর্মীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, মে ৪, ২০২৪
আচরণবিধি ভঙ্গের অভিযোগে ডোমারে চেয়ারম্যান প্রার্থীর ২ কর্মীকে জরিমানা

নীলফামারী: নীলফামারীর ডোমার উপজেলা পরিষদ নির্বাচনে সহস্রাধিক মোটরসাইকেল নিয়ে প্রচারণার সময় টেলিফোন প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সরকার ফারহানা আক্তার সুমির দুই কর্মীর মোটরসাইকেল আটক করে জরিমানা আদায় করা হয়েছে। এ সময় প্রার্থী সুমিকে নির্বাচন আচরণবিধি মেনে চলার জন্য সতর্ক করেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি।

 

শনিবার (৪ মে) বিকেল সাড়ে ৩টার দিকে ডোমার বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা আদায় করা হয়েছে।

জরিমানা আদায়কৃত ব্যক্তিরা হলেন- চিলাহাটি এলাকার সিরাজুল ইসলামের ছেলে মিজানুর রহমান ও একই এলাকার ফজলে রহমানের ছেলে মিল্লাত হোসেন।  

জানা গেছে, সকালে প্রায় সহস্রাধিক মোটরসাইকেল নিয়ে চিলাহাটি থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন টেলিফোন প্রতীকের প্রার্থী সরকার ফারহানা আক্তার সুমি। দুপুরে মোটরসাইকেল বহর ডোমার প্রবেশ করলে যানজট শুরু হয়। বিকেল সাড়ে ৩টার দিকে ডোমার বাসস্ট্যান্ডে ডোমার থানা পুলিশের সহায়তায় মোটরসাইকেল বহর আটক করে সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি। এ সময় প্রার্থী সুমিকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার জন্য সতর্ক করে দুটি মোটরসাইকেল চালককে ১ হাজার করে মোট ২ হাজার টাকা জরিমানা আদায় করে।  

সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি বলেন, প্রার্থীকে প্রথমবারের মতো সতর্ক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, মে ০৪, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।