ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ভোটার তালিকার হালনাগাদ তথ্য দিতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ ইসির

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৪
ভোটার তালিকার হালনাগাদ তথ্য দিতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ ইসির

ঢাকা: ভোটার তালিকা চূড়ান্ত করতে মাঠ কর্মকর্তাদের হালনাগাদ তথ্য দিতে নির্দেশ দিল নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী নির্দেশনাটি পাঠিয়েছেন।

সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, জেলাভিত্তিক ভোটার তালিকার তথ্য বুধবারের (২৮ ফেব্রুয়ারি) মধ্যে পাঠাতে হবে। এক্ষেত্রে নারী, পুরুষ, হিজড়া ও মোট ভোটারের তথ্য দিতে হবে।

আগামী ২ মার্চ জাতীয় ভোটার দিবসে হালনাগাদ ভোটারের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে ইসি।

গত ২১ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে ইসি। এতে ১২ কোটি ১৭ লাখ ৭৫ হাজার ৪৫০ জনের তালিকা প্রকাশ করা হয়েছে। এরমধ্যে পুরুষ ছয় কোটি ২০ লাখ ৯০ হাজার ১৩৭, নারী পাঁচ কোটি ৯৬ লাখ ৮৪ হাজার ৩৮৯ এবং হিজড়া ভোটার ৯২৪ জন। এদের মধ্যে নতুন করে অন্তর্ভূক্ত হয়েছে ২০ লাখ ৮৬ হাজার ১৬১ জন।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৪
ইইউডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।