ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ঢাকা-১১ আসনে জয়ী নৌকার ওয়াকিল

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৩ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
ঢাকা-১১ আসনে জয়ী নৌকার ওয়াকিল

ঢাকা: ঢাকা-১১ আসনে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন ওয়াকিল উদ্দিন।

রোববার (৭ জানুয়ারি) রাতে বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম সাংবাদিকদের এই তথ্য জানান।

ওয়াকিল উদ্দিন ৮৩ হাজার ৮৮৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির শামিম আহমেদ দুই হাজার ৭৪৭ ভোট পেয়েছেন।

এছাড়া, বাংলাদেশ সুপ্রিম পার্টির ফারাহ নাজ হক চৌধুরী ৮৫২, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মিজানুর রহমান ৪৪৭, ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মিজানুর রহমান ৪৬৩, গণফ্রন্টের প্রার্থী শেখ মুস্তাফিজুর রহমান ৩২৫, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের সাদিকুন্নাহার খান ১৫৫, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের হোসেন আহমেদ আশিক এক হাজার ১২২ ভোট পেয়েছেন।

এই কেন্দ্রে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ৯২ হাজার ৮৩টি। বৈধ ভোট ৮৯ হাজার ৯৯৬টি। ২১ দশমিক ৫৯ শতাংশ ভোট পড়েছে আসনটিতে।

বাংলাদেশ সময়: ২৩২৩ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৪
এমকে/এসসি/টিএ/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।