ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

সাতক্ষীরা-১ আসনে নৌকার স্বপনের জয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৬ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
সাতক্ষীরা-১ আসনে নৌকার স্বপনের জয় ফিরোজ আহমেদ স্বপন

সাতক্ষীরা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফিরোজ আহমেদ স্বপন বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৪৮২ ভোট।

 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন জাতীয় পার্টির (জাপা) সৈয়দ দিদার বখত লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৫৫৩ ভোট।  

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণের পর গণনা শেষে রাতে এ ফলাফল ঘোষণা করা হয়।  

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার আফিয়া আফরিন এ ফল ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।