ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

সাতক্ষীরা-২ আসনে লাঙ্গলের জয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
সাতক্ষীরা-২ আসনে লাঙ্গলের জয় আশরাফুজ্জামান আশু

সাতক্ষীরা: সাতক্ষীরা-২ আসনে জাতীয় পার্টি (জাপা) মনোনীত প্রার্থী আশরাফুজ্জামান আশু বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। লাঙ্গল প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৮৮ হাজার ৩৫৭  ভোট।

 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন ২৭ হাজার ৪৪৭ ভোট।  

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণের পর রাত ৮টা ৫৫ মিনিটে গণনা শেষে এৎ ফলাফল ঘোষণা করা হয়।

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার শামীম ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।  

ঘোষিত ফলাফল অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থী এনছান বাহার বুলবুল কাচি প্রতীকে ৪৮০ ভোট, তৃণমূল বিএনপির মোস্তফা ফারহান মেহেদী সোনালী আঁশ প্রতীকে ৩০৩ ভোট, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আনোয়ার হোসেন আম প্রতীকে ৯৩৮ ভোট, স্বতন্ত্র প্রার্থী আফসার আলী ট্রাক প্রতীকে ৭ হাজার ৭৯৪ ভোট, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) কামরুজ্জামান বুলু নোঙর প্রতীকে পেয়েছেন ৭২৫ ভোট।  

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।