ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

নারায়ণগঞ্জ-১

‘ভোট দিতে এসে শুনি আমার ভোট হয়ে গেছে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
‘ভোট দিতে এসে শুনি আমার ভোট হয়ে গেছে’

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) থেকে:  ‘ভোট দিতে এসে শুনি আমার ভোট হয়ে গেছে। আমি তো ভোট দেই নাই।

কে দিলো?’ এ কথা বলছিলেন শাহিদা বেগম নামে এক ভোটার।  

তিনি রোববার (৭ জানুয়ারি) নারায়ণগঞ্জ-১ আসনে রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের জনকল্যাণ অদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে  ভোট দিতে আসেন।

তখন তার ভোট দেওয়া হয়ে গেছে বলে জানান পোলিং এজেন্ট। শাহিদার অভিযোগ, মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর প্রতীক নৌকার পোলিং এজেন্টরা নিজেদের ইচ্ছামতো ব্যালটে সিল মেরেছে।  

শাহিদা বলেন, ‘আমিতো ভোট দেই নাই। আমার ভোট দিছে কে?’ ওই সময় একজন পুরুষ পোলিং এজেন্ট এই প্রতিবেদককে বলে ওঠেন, ‘দেখেন ওনার আঙুলে কালি আছে। ’

তখন শাহিদা বেগম বলেন, ‘কালি আসবে কোথা থেকে। আমি তো ভোটই দেই নাই। আপনে সাবান নিয়ে আসেন। ’

এজেন্টদের কাছে থাকা ভোটার তালিকায় ৬৬৬ নম্বারে খাদিজা আক্তার নামে অন্য একজন ভোটারের নাম রয়েছে। যিনি আগেই ভোট দিয়েছেন।

জানতে চাইলে প্রিসাইডিং অফিসার শফিকুল ইসলাম বলেন, ‘এমনটি হওয়ার সুযোগ নেই। যদি কিছু ঘটে থাকে, তাহলে ব্যবস্থা নেওয়া হবে। ’

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৪
এইচএমএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।