ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

ভোট দিলেন সেলিম ওসমান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
ভোট দিলেন সেলিম ওসমান

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ ৫ আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য ও প্রার্থী একেএম সেলিম ওসমান ভোট দিয়েছেন।

রোববার (৭ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের হেরিটেজ স্কুলে ভোট দেন তিনি।

এর আগে তিনি পরিবারের প্রয়াত সদস্যদের কবর জিয়ারত করেন। পরে সেখান থেকে তিনি নিজের ভোট দিতে আসেন।

ভোট প্রদান শেষে তিনি তার এজেন্টসহ অন্য প্রার্থীর এজেন্টদের সঙ্গে কথা বলেন এবং ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন।

বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৪
এমআরপি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।