ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

টাঙ্গাইলে নির্বাচন পর্যবেক্ষণে ভারতের সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৮ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
টাঙ্গাইলে নির্বাচন পর্যবেক্ষণে ভারতের সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার ধর্মেন্দ্র শর্মা। 

টাঙ্গাইল: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক হিসেবে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভুঞাপুর) এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনের নির্বাচন পর্যবেক্ষণ করতে আসছেন ভারতের ইলেকশন কমিশনের সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার ধর্মেন্দ্র শর্মা।  

তিনি ভারতের নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দলনেতা হিসেবে বাংলাদেশ সফর করবেন।

তার সঙ্গে থাকছেন ভারতের ইলেকশন কমিশনার ডিরেক্টর জেনারেল মি. নারায়না বালা সুব্রামানিয়ান এবং প্রিন্সিপাল সেক্রেটারি মি. মোহাম্মদ উমর।  

গত ৩ জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব শেখ মো. ফয়সাল মোস্তফা আমিনের স্বাক্ষরিত অফিসিয়াল চিঠিতে এ তথ্য পাওয়া যায়।  

টাঙ্গাইল জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম জানান, ভারতের সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার ধর্মেন্দ্র শর্মা টাঙ্গাইল-২ এবং টাঙ্গাইল-৫ আসনের নির্বাচন পর্যবেক্ষণ করার অভিপ্রায় ব্যক্ত করেছেন। তিনি টাঙ্গাইলের এই দুইটি আসনের নির্বাচন পর্যবেক্ষণ করে রাতেই ঢাকায় ফিরবেন।

বাংলাদেশ সময়: ০৮৩৬ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।