ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

৫-৯ জানুয়ারি মাঠে থাকবে জাপানের ১৬ পর্যবেক্ষক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৪
৫-৯ জানুয়ারি মাঠে থাকবে জাপানের ১৬ পর্যবেক্ষক

ঢাকা: আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় আসছেন জাপানের পর্যবেক্ষক দল। জাপানি ও বাংলাদেশি মিলিয়ে এ দলে থাকছেন ১৬ জন।

 

তারা শুক্রবার (৫ জানুয়ারি) থেকে মঙ্গলবার (৯ জানুয়ারি) পর্যন্ত মাঠে থাকবেন।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকায় জাপানি দূতাবাস থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।  

এই মিশনের নেতৃত্বে দেবেন জাপানের সাবেক রাষ্ট্রদূত ওয়ানতাবি মাসাতো। তিনি একসময় বাংলাদেশেও নিযুক্ত ছিলেন।

প্রতিনিধি দলটি ভোট প্রদান ও গণনা পর্যবেক্ষণের পাশাপাশি মিশন, বাংলাদেশ নির্বাচন কমিশন এবং অন্যান্য দেশের নির্বাচন পর্যবেক্ষক মিশনের সঙ্গে মতামত ও তথ্য বিনিময় করবে।  

নির্বাচনী পর্যবেক্ষক প্রেরণ বাংলাদেশে গণতন্ত্রকে সুসংহত করার জন্য জাপানের সহযোগিতার একটি অংশ, যা বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষণার প্রতিক্রিয়ায় আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষকদের স্বাগত জানাবে।

প্রতিবেশী ভারতসহ বিভিন্ন দেশ ও সংস্থা বাংলাদেশে ৭ জানুয়ারি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করছে। এরই ধারাবাহিকতায় বেশকিছু বিদেশি সংস্থা ইতোমধ্যেই বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণে আসার কথা নিশ্চিত করেছে। এবার বন্ধুপ্রতিম জাপানও নির্বাচন পর্যবেক্ষণে আসার বিষয়টি নিশ্চিত করলো।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৪
এইচএমএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।