ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

ভাতার কার্ড আটকে নৌকায় ভোট চাওয়ার অভিযোগে ৩ ইউপি চেয়ারম্যানকে শোকজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৪
ভাতার কার্ড আটকে নৌকায় ভোট চাওয়ার অভিযোগে ৩ ইউপি চেয়ারম্যানকে শোকজ বাঁ থেকে রাজু , মোজাম্মেল ও মামুন

কুমিল্লা: ভাতার কার্ড আটকে নৌকায় ভোট চাওয়ার অভিযোগে কুমিল্লা-৬ সদর আসনের তিন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।  

সোমবার (১ জানুয়ারি) কুমিল্লা-৬ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান যুগ্ম জেলা জজ মো. সিরাজ উদ্দিন ইকবাল তাদের শোকজ নোটিশ দেন।

 

এ তিন চেয়ারম্যান হলেন- আমড়াতলী ইউনিয়নের কাজী মো. মোজাম্মেল হক, পাঁচথুবীর হাসান রাফি রাজু ও জগন্নাথপুরের মামুনুর রশিদ মামুন।

পৃথক তিনটি নোটিশে উল্লেখ করা হয়, কুমিল্লা-৬ (সদর) আসনের ঈগল প্রতীকের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা অভিযোগ করেন, আপনারা বিভিন্ন ভাতার কার্ড আটকে রেখে নৌকায় ভোট চেয়েছেন। আর নৌকায় ভোট না দিলে কার্ড ফেরত দেওয়া হবে না বলে হুমকি দিয়েছেন। নৌকায় ভোট দেওয়ার পর কার্ড ফেরত দেবেন বলে জানিয়েছেন। যা নির্বাচনের আচরণবিধির লঙ্ঘন। এ বিষয়ে আপনাদের বিরুদ্ধে কেন নির্বাচন কমিশনে সুপারিশসহ প্রতিবেদন পাঠানো হবে না, তা উপযুক্ত প্রমাণসহ ২ জানুয়ারি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল কুমিল্লায় হাজির হয়ে লিখিতভাবে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হলো।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।