ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

সিসিক ভোট: ১৫০ কেন্দ্রে নৌকা ৮৯৩০৪, লাঙ্গল ৩৭৭৭৪ 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, জুন ২১, ২০২৩
সিসিক ভোট: ১৫০ কেন্দ্রে নৌকা ৮৯৩০৪, লাঙ্গল ৩৭৭৭৪ 

সিলেট: সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে ভোটগ্রহণ শেষে ফল ঘোষণা চলছে। বুধবার (২১ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

সন্ধ্যায় নগরের মেন্দিবাগ জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে এই ফল ঘোষণা শুরু হয়। সিসিক নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন অফিসার ফয়সাল কাদের ফল ঘোষণা করছেন।

শেষ পর্যন্ত পর্যন্ত ১৯০টি কেন্দ্রের মধ্যে প্রাপ্ত ১৫০ কেন্দ্রের ফলে ভোটে এগিয়ে আছেন আওয়ামী লীগের প্রার্থী নুরুজ্জামান চৌধুরী।  

কার কত ভোট

আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী (নৌকা) ৮৮ হাজার ৩০৪ভোট।

প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মনোনীত  প্রার্থী নজরুল ইসলাম বাবুল (লাঙ্গল) ৩৭ হাজার ৭৭৪ ভোট।

স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাহ জাহান মিয়া (বাস) ২২ হাজার ৮৭২ ভোট।  

ইসলামী আন্দোলনের প্রার্থী মাহমুদুল হাসান (হাতপাখা)  ৯ হাজার ৫৬৫ ভোট।  

স্বতন্ত্র  আব্দুল হানিফ কুটু (ঘোড়া) ৩ হাজার ৩৯৬ ভোট।  

মোহাম্মদ ছালাউদ্দিন রিমন (ক্রিকেট ব্যাট) ১ হাজার ৯৬২ ভোট, 

স্বতন্ত্র জহিরুল আলম (গোলাপ ফুল) ২ হাজার ৫৬৪ ভোট।  

তবে আগেই ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মাহমুদুল হাসান ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে ৮৭ জন এবং সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৭২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সিলেট সিটি করপোরেশনের ৪২টি ওয়ার্ডে ১৯০টি কেন্দ্রের ১ হাজার ৩৬৪টি কক্ষে ভোট দেন ৪২টি ওয়ার্ডের ৪ লাখ ৮৭ হাজার ৭৫৩ জন ভোটার।  

এসব কেন্দ্রে ভোটগ্রহণের দায়িত্বে ছিলেন ১৯০ জন প্রিজাইডিং অফিসার, ১ হাজার ৩৬৭ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ২ হাজার ৭৩৪ জন পোলিং অফিসার। কেন্দ্রগুলোতে স্থাপিত ১ হাজার ৭৪২টি সিসি ক্যামেরার মাধ্যমে ভোটের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে নির্বাচন কমিশন।

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ২ হাজার ৬০০ পুলিশ সদস্যের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট কাজ করছে। ৪২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৭ জন বিচারিক ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, জুন ২১, ২০২৩
এনইউ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।