ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

খুবিতে গুচ্ছের ফলাফল ও মেধাতালিকা প্রকাশিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২২
খুবিতে গুচ্ছের ফলাফল ও মেধাতালিকা প্রকাশিত

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ের  (খুবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির গুচ্ছভুক্ত ভর্তির আবেদনের ফল প্রকাশ করা হয়েছে। শুক্রবার (৪ নভেম্বর) বিকেল ৫টার পর এই ফলাফল প্রকাশ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে স্ব স্ব ইউনিটের ফলাফল পাওয়া যাবে। প্রথম মেধাতালিকায় ভর্তি চলবে ৭ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ভর্তির আবেদন জমা হিসেবে এবার আসন বিবেচনায় সর্বোচ্চ আবেদন পড়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ে।   এবছর নিজস্ব পদ্ধতিতে মেধা ও ভর্তি কার্যক্রম সম্পন্ন করবে খুলনা বিশ্ববিদ্যালয়সহ গুচ্ছের অন্তর্ভুক্ত সব বিশ্ববিদ্যালয়গুলো। এক্ষেত্রে ভর্তি প্রক্রিয়ায় পূর্ব নির্দেশনাকেই অনুসরণ করতে হবে।

উল্লেখ্য, এবছর খুবিতে ভর্তিতে মোট ৫৩ হাজার ৪৯ জন শিক্ষার্থী আবেদন করেন। এর মধ্যে ‘এ’ ইউনিটে আবেদন পড়েছে ১৭১২৫টি, বি ইউনিটে ২০৯৮১টি এবং সি ইউনিটে ১৪৯৪৩টি।

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা,  নভেম্বর ৪, ২০২২
এমআরএম/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।