ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

শেবা‌চি‌ম হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কমিটি গঠন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২২
শেবা‌চি‌ম হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কমিটি গঠন ...

বরিশাল: ব‌রিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কমিটি গঠন করা হয়েছে।

ব‌রিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সি‌টি কর‌পো‌রেশ‌নের মেয়র সের‌নিয়াবাত সা‌দিক আব্দুল্লাহর সুপা‌রি‌শে বৃহস্প‌তিবার (১০ ফেব্রুয়ারি) এই ক‌মি‌টির অনু‌মোদন দেন হাসপাতালের প‌রিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম।

 

ক‌মি‌টি‌তে সভাপ‌তি করা হ‌য়ে‌ছে রা‌কিন আহ‌ম্মেদ খান ও সাধারণ সম্পাদক করা হ‌য়ে‌ছে মোহাম্মদ আম‌রিন মামুন‌কে।

এছাড়া সহ-সভাপ‌তি প‌দে র‌য়ে‌ছেন রা‌শেদ মাহামুদ আ‌তিকুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক ইনজামাম উল ইসলাম ও সজল সরদার, সাংগঠ‌নিক সম্পাদক গোলাম মাহামুদ সা‌ব্বির, সহ-সাংগঠ‌নিক সম্পাদক শাখাওয়াত জামান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আতিকুর রহমান খান, সাংস্কৃ‌তিক সম্পাদক মিমতা‌সিন ম‌নির একা, সহ-সাংস্কৃ‌তিক সম্পাদক বৃ‌ষ্টি দত্ত, ক্রিড়া সম্পাদক আব্দুল্লাহ রা‌কিব আল হাসান, ক্লাব সম্পাদক ইশ‌তিয়াক আহ‌ম্মেদ শান্ত, ম‌হিলা সম্পাদক ফাহ‌রিয়া মেহজা‌বিন, প্রন‌তি রায়, জান্নাতুল ফের‌দৌস কান্তা, অ‌র্থি রহমান, অ‌নি‌ন্দিতা সাহা এবং সদস্য প‌দে র‌য়ে‌ছেন মে‌হেদী হাসান, রেদোয়ান উল ইসলাম, সাগর সাহা ও সো‌হেল রানা।  

আগামী এক বছ‌রের জন্য এই ক‌মি‌টি অনু‌মোদন করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২২
এমএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।