ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

অসাধু উপায়ে ভর্তি হতে এসে শাবিপ্রবিতে আটক ইকবাল

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২২
অসাধু উপায়ে ভর্তি হতে এসে শাবিপ্রবিতে আটক ইকবাল ইকবাল হোসেন সাইদ

শাবিপ্রবি, (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অসাধু উপায়ে ভর্তি হতে এসে ইকবাল হোসেন সাইদ নামে এক শিক্ষার্থী আটক হয়েছেন।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) তাকে আটক করা হয় বলে জানান ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মুশতাক আহমেদ।

জানা যায়, রেজিস্ট্রেশন ফর্ম অনুযায়ী আটককৃত শিক্ষার্থীর বাবা রফিকুল ইসলাম এবং মা ফাতেমা বেগম। তার ভর্তি পরীক্ষার রোল নম্বর ৩৫১৭৬৩। তিনি চট্টগ্রাম ভেটেনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্স ইউনিভার্সিটির ইউসুফ চৌধুরী ভবনের দোতলায় বন ও পরিবেশ বিদ্যা বিভাগের এক নম্বর রুমে পরীক্ষা দিয়েছিলেন।

এ বিষয়ে সহকারী প্রক্টর আবু হেনা পহিল বলেন, অসাধু উপায়ে ভর্তি হতে এসে ভাইভার সময় ইকবাল হোসেন সাইদ নামে একজনকে আটক করা হয়েছে বলে জানতে পেরেছি।

তিনি আরও বলেন, মঙ্গলবার ভাইভার সময় ভর্তি পরীক্ষায় রেজিস্ট্রেশনকারী ব্যক্তিকে আটক করা হয়। তবে, ভর্তি পরীক্ষার সময় তার হয়ে একজন প্রক্সি দিয়েছে। ভাইভার সময় তা ধরা পড়েছে।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।