ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

পিএসসির সদস্য হলেন ঢাবির ২ শিক্ষক

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২২
পিএসসির সদস্য হলেন ঢাবির ২ শিক্ষক অধ্যাপক ড. দেলোয়ার হোসেন ও অধ্যাপক ড. মুবিনা খন্দকার

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের অধীন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মুবিনা খন্দকার এবং সমাজ বিজ্ঞান অনুষদের অধীন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. দেলোয়ার হোসেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য নিয়োগ পেয়েছেন।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই দুই শিক্ষককে রাষ্ট্রপতি নিয়োগ দিয়েছেন জানিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাদের নিয়োগ দেওয়া হয়েছে।  

জানা যায়, তাদের দায়িত্বের মেয়াদকাল পাঁচ বছর। তবে মেয়াদকালের আগেই বয়স ৬৫ বছর পূর্ণ হলে সেই সময়ে তাদের সদস্যপদের দায়িত্বও শেষ হবে।

সরকারের অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এই দু’জনকে নিয়ে কমিশনের সদস্য সংখ্যা হল ১৪ জন।  

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২২
এমআইএইচ/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।