ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

খুবিতে সশরীরে প্রথমবর্ষের ক্লাস শুরু ২২ ফেব্রুয়ারি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২২
খুবিতে সশরীরে প্রথমবর্ষের ক্লাস শুরু ২২ ফেব্রুয়ারি

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক ও স্নাতক সম্মান শ্রেণির ক্লাস সশরীরে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে।

এ পরিপ্রেক্ষিতে প্রথমবর্ষের ভর্তি কার্যক্রম আগামী ১৭ ফেব্রুয়ারির মধ্যে সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

পরবর্তীতে পর্যায়ক্রমে অন্যান্য শিক্ষাবর্ষের ক্লাসও শুরু হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ে অফিসসমূহ আগামী ৬ ফেব্রুয়ারি থেকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।  

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে খুলনা বিশ্ববিদ্যালয়ের ডিনদের উপস্থিতিতে অনুষ্ঠিত এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন সভায় সভাপতিত্ব করেন।

এ সময় উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, বিভিন্ন স্কুলের ডিন ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২২
এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।