ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

শিক্ষক বদলির অনলাইন আবেদন নেওয়া শুরু

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২২
শিক্ষক বদলির অনলাইন আবেদন নেওয়া শুরু

ঢাকা: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীন শিক্ষা প্রতিষ্ঠানে প্রভাষক, সহকারী অধ্যাপক এবং অধ্যাপক পর্যায়ের কর্মকর্তাদের অনলাইন বদলি আবেদন নেওয়া শুরু হয়েছে।

অধিদপ্তরের উপপরিচালক মো. ওয়াহিদুজ্জামান (কলেজ-১) স্বাক্ষরিত পৃথক চিঠি মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সরকারি কলেজ, টিচার্চ ট্রেনিং কলেজ/সরকারি আলিয়া মাদরাসার অধ্যক্ষকে পাঠানো হয়েছে।

এতে বলা হয়, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের বদলি/পদায়ন নীতিমালা-২০২০ অনুযায়ী প্রভাষক, সহকারী অধ্যাপক এবং অধ্যাপক পর্যায়ের কর্মকর্তাদের বদলি/পদায়নের জন্য অনলাইনে বদলির আবেদন ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

অধ্যক্ষ/প্রতিষ্ঠান প্রধানকে তার কলেজের প্রভাষক, সহকারী অধ্যাপক এবং অধ্যাপক পর্যায়ের কর্মকর্তাদের কাছ থেকে প্রাপ্ত বদলির আবেদনসমূহ ১৯ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে অগ্রায়নসহ বদলি/পদায়ন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্নকরণের লক্ষ্যে প্রতিষ্ঠানের বিষয়ভিত্তিক সৃষ্ট ও শূন্যপদের তথ্য হালনাগাদকরণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

নির্ধারিত তারিখ ও অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২২
এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।