ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

আড়াইহাজারে পরীক্ষায় নকলের অভিযোগে বহিষ্কার ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৮
আড়াইহাজারে পরীক্ষায় নকলের অভিযোগে বহিষ্কার ৩

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে এসএসসি পরীক্ষায় নকলের অভিযোগে তিনছাত্রকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কারদের মধ্যে দু’জন কলাগাছিয়া আরএফ উচ্চ বিদ্যালয় ও একজন চৈতনকান্দা গোলাম মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের ছাত্র।  

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) উপজেলার সদাসদী বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের বহিষ্কার করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া খান বাংলানিউজকে জানান, পরীক্ষায় অসৎ উপায় অবলম্বনের জন্য তিন ছাত্রকে বহিষ্কার করা হয়েছে।

এছাড়া ওই পরীক্ষা কেন্দ্র থেকে ১৭টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে বলেও জানান ইউএনও সুরাইয়া খান।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।