ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

ঢাবির ভাস্কর্য বিভাগের ৫৫ বছর উদযাপন শুক্রবার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৮
ঢাবির ভাস্কর্য বিভাগের ৫৫ বছর উদযাপন শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভাস্কর্য বিভাগ

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভাস্কর্য বিভাগ প্রতিষ্ঠার পঞ্চান্ন বছর উদযাপন হবে আগামী শুক্রবার (১৬ ফেব্রুয়ারি)।

এ উপলক্ষে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ভাস্কর্য বিভাগ ও চারুকলা অনুষদ প্রাঙ্গণে দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

এর মধ্যে রয়েছে- প্রাতরাশ, পুনর্মিলন, প্রাক্তনী সমাবেশ ও প্রদর্শনী, শোভাযাত্রা, মধ্যাহ্নভোজ, প্রাক্তনী সংঘের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি।

প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, ভাস্কর্য বিভাগের অনারারি অধ্যাপক মো. হামিদুজ্জামান খান, শিল্প সমালোচক অধ্যাপক নজরুল ইসলাম, স্থপতি অধ্যাপক সামসুল ওয়ারেজ ও বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ।

অনুষ্ঠানে বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষার্থী ও তাদের পরিজন এবং চারুকলা অনুষদের শিক্ষকরা অংশ নেবেন।

১৯৬৩ সালে ‘প্রাচ্যের অক্সফোর্ড’ খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করে চারুকলা অনুষদভুক্ত ভাস্কর্য বিভাগ।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৮
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।