ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে লোকপ্রশাসন বিভাগের নবীনবরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
শাবিপ্রবিতে লোকপ্রশাসন বিভাগের নবীনবরণ নবীনবরণ অনুষ্ঠান, (ছবি: বাংলানিউজ)

(শাবিপ্রবি) সিলেট: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের দ্বাদশ ব্যাচের (২০১৬-১৭ সেশন) নবীনবরণ সম্পন্ন হয়েছে।

বিভাগের ১১তম ব্যাচের উদ্যোগে ‘দ্বাদশে উচ্ছ্বাস’ শীর্ষক এ নবীনবরণের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এ নবীনবরণ অনুষ্ঠিত হয়।

বিভাগীয় প্রধান অধ্যাপক আনোয়ারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. শামীমা তাসনীম, প্রক্টর ও সহযোগী অধ্যাপক জহির উদ্দিন আহমেদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস বলেন, জাতির ভবিষ্যৎ তোমরাই। উচ্চশিক্ষা গ্রহণ করে প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।