ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

ঢাবি সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন নির্বাচন ১৩ ডিসেম্বর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
ঢাবি সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন নির্বাচন ১৩ ডিসেম্বর

ঢাকা বিশ্ববিদ্যালয়:  ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন নির্বাচন আগামী ১৩ ডিসেম্বর (বুধবার) অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর ২৭(৫) ধারা অনুযায়ী অধ্যাপক/সহযোগী অধ্যাপকদের মধ্য থেকে অধ্যাদেশের (২য় খ-) ১৮ নং অধ্যায়ে বর্ণিত পদ্ধতি অনুযায়ী এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

৩০ নভেম্বর (বৃহস্পতিবার ) বেলা ১টা পর্যন্ত মনোনয়নপত্র রেজিস্ট্রার দফতরের সংশ্লিষ্ট শাখায় জমা নেওয়া হয়েছে। আগামী ৫ ডিসেম্বর (মঙ্গলবার) বেলা ১টার মধ্যে যেকোন প্রার্থী তার মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন।
 
ওইদিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটদান শেষ হওয়ার অব্যবহিত পরে ভোট গণনার পর ফল ঘোষণা করা হবে। উপাচার্যের প্রতিনিধি হিসেবে ঢাবি কোষাধ্যক্ষ এই নির্বাচন পরিচালনা করবেন।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
এসকেবি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।