ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

জবিতে অ্যাম্বুলেন্স চালু

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
জবিতে অ্যাম্বুলেন্স চালু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের চিকিৎসা সেবার জন্য অ্যাম্বুলেন্স চালু করা হয়েছে।   
 
এ উপলক্ষে বুধবার (২০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 
 
এ সময় অ্যাম্বুলেন্সটি উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।
 
অনুষ্ঠানে উপাচার্য বলেন, অ্যাম্বুলেন্সটি পাওয়ার মাধ্যমে আমাদের দীর্ঘ দিনের দাবি পূরণ হলো। বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা জরুরি চিকিৎসা সেবার জন্য অ্যাম্বুলেন্সটি ব্যবহার করতে পারবে।
 
পরিবহন প্রশাসক ড. মনিরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ট্রেজারার অধ্যাপক সেলিম ভূঁইয়া।  
 
এছাড়া, জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নূরে আলম আব্দুল্লাহ, রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামান, বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান, প্রক্টর, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন।  
 
বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬  
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।