ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

জয়পুরহাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
জয়পুরহাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

জয়পুরহাট: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ১২৪ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘ওয়ার্ল্ড ভিশন’ জয়পুরহাট এডিপি।

সোমবার (১৮ জানুয়ারি) দুপুর ১২টায় জয়পুরহাট সদর উপজেলার খঞ্জনপুর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক।

এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা বিষয়ক কর্মকর্তা আনোয়ারুল ইসলাম।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তাহের আলী, দোঁগাছী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন, মাস্টার পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক, ওয়ার্ল্ড ভিশন-পাঁচবিবি এডিপি ম্যানেজার জাকব সুশান্ত মল্লিক, জয়পুরহাট এডিপি’র শিক্ষা প্রকল্পের ম্যানেজার ডেনিস তপ্ন প্রমুখ ‍অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সদর উপজেলা ও ওয়ার্ল্ড ভিশনের কর্ম এলাকার ১৩টি বিদ্যালয়ের মোট ১২৪ জন মেধাবী শিক্ষার্থীর হতে ক্রেস্ট, সনদপত্র, ক্যাপ তুলে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।