ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

প্রাথমিক বিদ্যালয়ে তিন ডলারে সফটওয়্যার দেবে মাইক্রোসফট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
প্রাথমিক বিদ্যালয়ে তিন ডলারে সফটওয়্যার দেবে মাইক্রোসফট

ঢাকা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুমে ৫০ হাজার ল্যাপটপে ব্যবহারের জন্য স্বপ্লমূল্যে সফটওয়্যার সরবরাহ করবে মাইক্রোসফট বাংলাদেশ লিমিটেড।
 
উইন্ডোজ অপারেটিং সিস্টেম এবং এমএস অফিস সফটওয়্যারগুলো তিন থেকে চার ডলারের মধ্যে মাইক্রোসফট সরবরাহ করবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায়।


 
এর আগে এই সফটওয়্যারগুলো ১২০ থেকে ১৫০ ডলারে কেনা হতো, সাশ্রয়ী অর্থে অন্য স্কুলে ল্যাপটপ কেনা যাবে বলে মনে করছে মন্ত্রণালয়।
 
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ফাইজুল কবির ও মাইক্রোসফট বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সনিয়া বশির কবির রোববার (১৭ জানুয়ারি) সচিবালয়ে এ সংক্রান্ত চুক্তি সই করেন।

মন্ত্রণালয়ের সচিব হুমায়ুন খালিদ ছাড়াও কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।  
 
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রোগ্রামার সিরাজুল ইসলাম বলেন, ৬২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০১৭ সালের মধ্যে ল্যাপটপ ও প্রজেক্টর বিতরণ করার কর্মসূচি রয়েছে।  
 
ইতোমধ্যে পাঁচ হাজার ল্যাপটপ ও প্রজেক্টর বিতরণ করা হয়েছে, আরও পাঁচ হাজার ক্রয় প্রক্রিয়ার মধ্যে রয়েছে।
 
বাংলাদেশ সময়:১৩২৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।