ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

সপ্তাহ গড়ালো শিক্ষকদের লাগাতার কর্মবিরতি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
সপ্তাহ গড়ালো শিক্ষকদের লাগাতার কর্মবিরতি ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: মর্যাদা ও বেতন প্রশ্নে লাগাতার কর্মবিরতির আন্দোলনে এক সপ্তাহ পার করছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
 
দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গত ১১ জানুয়ারি থেকে লাগাতার কর্মবিরতি পালন করে আসছেন।



বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস বর্জনের পাশাপাশি বেশিরভাগ ক্ষেত্রে পরীক্ষাও হচ্ছে না। মর্যাদা অক্ষুন্ন রেখে কীভাবে সমস্যার সমাধান করা যায় তা নিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশন রোববার (১৭ জানুয়ারি) নিজেদের মধ্যে আলোচনায় বসেছে।
 
অষ্টম জাতীয় বেতন কাঠামোতে সিলেকশন গ্রেড বাতিল করায় শিক্ষকদের উচ্চতর পর্যায়ে যাওয়ার পথ বন্ধ হয়ে যায়, যা নিয়ে অসন্তোষ রয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে।

শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল শনিবার (১৬ জানুয়ারি) বাংলানিউজকে বলেন, এখনও সরকারের পক্ষ থেকে তাদের দাবির বিষয়ে অগ্রগতি নিয়ে সরকারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

ফেডারেশনের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, সারাদেশে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা শান্তিপূর্ণ কর্মবিরতি পালন করছেন। সরকার সিলেকশন গ্রেড বহাল না করলে মর্যাদা কীভাবে ঠিক রাখা যায় তা নিয়ে নিজেদের মধ্যে অালোচনা করতে বসেছেন শিক্ষকেরা। ‍

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলে সকাল ১০টার দিকে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে সিদ্ধান্ত নিয়ে সুনির্দিষ্ট প্রস্তাব সরকারকে দেওয়া হবে বলে জানায় একটি সূত্র।
 
বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।