ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

বশেমুরবিপ্রবির শীতকালীন ছুটি শেষ, ক্লাস বন্ধ

বশেমুরবিপ্রবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
বশেমুরবিপ্রবির শীতকালীন ছুটি শেষ, ক্লাস বন্ধ

বশেমুরবিপ্রবি: শীতকালীন ছুটি শনিবার (১৬ জানুয়ারি) শেষ হলেও বোরবার থেকে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি)   ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে বলে জানিয়েছেন বিভুতি সরকার।

শনিবার (১৬ জানুয়ারি) বিকেলে তিনি একথা জানান।



তিনি বলেন, সারাদেশের ৩৭টি পাবলিক  বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দাবি আদায়ের আন্দোলনের সঙ্গে সঙ্গতি রেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর  রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি বিভুতি সরকার বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে, দাবি মানলে যথারীতি  ক্লাস ও পরীক্ষা হবে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো ঘুরে দেখা গেছে, অনেক শিক্ষার্থী ইতোমধ্যে ক্যাম্পাসে এসে পৌঁছেছেন, আর দুই একদিনের মধ্যে আরও শিক্ষার্থী এসে যাবেন। তবে এখনও অনেকেই দ্বিধা-দ্বন্দ্বে ভুগছেন দ্বিধাদ্বন্দ্বে।

বাংলাদেশ সময়: ২২১৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
বিএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।