ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

শিক্ষা

কুয়েটে বিইসিএম বিভাগের নবীন বরণ অনুষ্ঠিত

... | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৩ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৪
কুয়েটে বিইসিএম বিভাগের নবীন বরণ অনুষ্ঠিত ছবি: ফাইল ফটো

খুলনা: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট (বিইসিএম) বিভাগের-২০১৩ ব্যাচের (প্রথম ব্যাচ) শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
 
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল অনুষদের সেমিনার কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।



বিইসিএম অ্যাসোসিয়েশনের সভাপতি ও বিভাগের বিভাগীয় প্রধান ড. এস. এম. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েট উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুরকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার, পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. সাইফুর ইসলাম ও পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. ওসমান গনি প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ