ঢাকা, রবিবার, ১৬ ফাল্গুন ১৪৩১, ০২ মার্চ ২০২৫, ০১ রমজান ১৪৪৬

শিক্ষা

ঈদের ছুটি শেষে খুলেছে হাবিপ্রবি

হাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৪
ঈদের ছুটি শেষে খুলেছে হাবিপ্রবি

হাবিপ্রবি: ঈদুল ফিতরের ছুটি শেষে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার থেকে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাশ ও পরীক্ষা কার্যক্রম শুরু হয়।



সকালে উপাচার্য প্রফেসর মো. রুহুল আমিন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শাখা প্রধানসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্দ্ধতন কর্মকর্তাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এর আগে ঈদুল ফিতর উপলক্ষ্যে গত ২১ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও ২২ জুলাই থেকে অফিস ছুটি শুরু হয়।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।