ঢাকা, মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

শিক্ষা

রাবি ছাত্র ফেডারেশনের নতুন কমিটি

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, জুন ২৫, ২০১৪
রাবি ছাত্র ফেডারেশনের নতুন কমিটি

রাবি: ফারুক ইমনকে সভাপতি ও  যারিফ অয়নকে সাধারণ সম্পাদক করে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্র ফেডারেশনের নতুন কমিটি হঠন করা হয়েছে।

বুধবার বিকেলে রাবিতে সংগঠনের পঞ্চম কাউন্সিল শেষে নির্বাচিত ১৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।



কমিটির অন্য সদস্যরা হলেন, সাংগঠনিক সম্পাদক নূরুল নাহিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহাদাত হোসেন ফারুক, রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক কিংশুক কিঞ্জল, অর্থ সম্পাদক তমাশ্রী দাস, দপ্তর ও পাঠাগার সম্পাদক সবুজ সেন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মৃত্তিকা জাহান, সংস্কৃতি ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শান্তা সূত্রধর প্রমুখ।

মঙ্গল ও বুধবার দুইদিনব্যাপী রাবি ছাত্র ফেডারেশনের পঞ্চম কাউন্সিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, জুন ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।