ঢাকা, মঙ্গলবার, ১৯ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

শিক্ষা

গাজীপুরে সৃষ্টি জিনিয়াস-১৪ বিজয়ীদের স্বর্ণপদক প্রদান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০২ ঘণ্টা, জুন ৬, ২০১৪
গাজীপুরে সৃষ্টি জিনিয়াস-১৪ বিজয়ীদের স্বর্ণপদক প্রদান

গাজীপুর: গাজীপুরে বিশুদ্ধ জ্ঞান প্রতিযোগিতা (সৃষ্টি জিনিয়াস)-২০১৪ এর বিজয়ীদের স্বর্ণপদক ও এক হাজার করে টাকা পুরস্কার দিয়েছে সৃষ্টি শিক্ষা পরিবার। বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে ওই পুরস্কার তুলে দেন সৃষ্টি শিক্ষা পরিবার-এর প্রতিষ্ঠান সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ।

 

বিজয়ীরা হলেন, প্লে গ্রুপের তাসফিয়া, নার্সারীর রিয়া, প্রথম শ্রেণীর হিয়া, দ্বিতীয় শ্রেণীর তাসীন সিকদার আলভী, তৃতীয় শ্রেণীর তাসনীম তাবাস্সুম, চতুর্থ শ্রেণীর মিনাল্লাহ তালহা, পঞ্চম শ্রেণীর শারলিন জুল নাফি, ষষ্ঠ শ্রেণীর মো. আবু বকর সিদ্দিক, সপ্তম শ্রেণীর বর্ষা, অষ্টম শ্রেণীর মিনহাজুল আবেদিন তপু, নবম শ্রেণীর শশী পর্ণা শর্মা শৈলী ও দশম শ্রেণীর মো. সোহেল রানা।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্কাইপিতে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন সৃষ্টি শিক্ষা পরিবারের চেয়ারম্যান ড.শরিফুল ইসলাম রিপন।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. জহিরুল ইসলাম জহির, প্রশাসনিক কর্মকর্তা মো. শিহাবুল আলম।

এছাড়া প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীদের অভিবাবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৩৫৩ ঘন্টা, জুন ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।