ঢাকা, মঙ্গলবার, ১৯ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

শিক্ষা

ক্যামব্রিয়ান-পিয়ারসন এডেক্সেল কারিগরি শিক্ষা চুক্তি স্বাক্ষর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, জুন ৫, ২০১৪
ক্যামব্রিয়ান-পিয়ারসন এডেক্সেল কারিগরি শিক্ষা চুক্তি স্বাক্ষর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: কারিগরি শিক্ষা বিষয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ক্যামব্রিয়ান স্টাডি সেন্টারের সঙ্গে যুক্তরাজ্যের পিয়ারসন এডেক্সেলের চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এ চুক্তির আওতায় ক্যামব্রিয়ান শিক্ষার্থীরা পিয়ারসন এডেক্সেলের অ্যারো ইঞ্জিনিয়ারিং, বিবিএ, হোটেল ম্যানেজমেন্ট ইত্যাদি বিষয়ে শিক্ষা গ্রহণ ও সনদ পাবেন।



বৃহস্পতিবার দুপুরে রাজধানী রূপসী বাংলা হোটেলে এক সংবাদ সম্মেলনে এ চুক্তি স্বাক্ষরের কথা জানান ক্যামব্রিয়ান ইন্টারন্যাশ্যানাল স্টাডি সেন্টারের চেয়ারম্যান লায়ন এম কে বাশার।

তিনি জানান, আজ আমাদের গর্ব করার দিন। কারণ যুক্তরাজ্যের সর্ববৃহৎ কারিগরি ও পেশা শিক্ষার সনদ প্রদানকারী প্রতিষ্ঠান পিয়ারসন এডেক্সেলের সঙ্গে আমাদের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এটা আমাদের জন্য অনেক বড় সাফল্য।  

তিনি বলেন, যুক্তরাজ্যে যেখানে একটি কোর্স করতে ২৫ থেকে ৩০ হাজার ডলার লাগে, একই কোর্স বাংলাদেশে পিয়ারসন এডেক্সেলের মাধ্যমে করলে খরচ হবে মাত্র ২ হাজার ডলার।

তিনি বলেন, এটা বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য একটি সুযোগ যে, পিয়ারসন এডেক্সেল কারিগরি শিক্ষা গ্রহণ করলে তিনি নিজেকে আধুনিক শ্রমবাজারের উপযোগী করতে পারবেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশের কারিগরি শিক্ষার মানোন্নয়নের জন্য এবং আন্তর্জাতিক পর্যায়ে সার্টিফিকেট প্রদানের লক্ষ্যে যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান পিয়ারসন এডেক্সেল প্রতিষ্ঠানটির বিটিইসি- এলসিসিআই কার্যক্রমের আওতায় এবং নিয়ন্ত্রণে পরীক্ষা কর্মসূচি গ্রহণ করে অ্যারো ইঞ্জিনিয়ারিং, বিবিএ, হোটেল ম্যানেজমেন্ট ইত্যাদি কোর্স পরিচালনা করবে। এ কোর্সগুলো আগামী সেপ্টেম্বর মাস থেকে চালু করা হবে বলেও জানানো হয়।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন পিয়ারসন এডেক্সেলের ডিরেক্টর সাইমন ইয়ং, পিয়ারসন এডেক্সেলের রিজিওনাল ডেভেলপমেন্ট ম্যানেজার শাহীন রেজা, ক্যামব্রিয়ান স্টাডি সেন্টারের অধ্যক্ষ ড. করুণাময় গোম্বামী, অ্যাভিয়েশনের অধ্যক্ষ ক্যাপ্টেন সাজ্জাদুর রহমানসহ ক্যামিব্রিয়ানের কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, জুন ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।