ঢাকা, মঙ্গলবার, ১৯ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

শিক্ষা

ঢাবিতে কাউন্সেলিং সাইকোলজি গোল্ড মেডেল ট্রাস্ট ফান্ড গঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, জুন ৪, ২০১৪
ঢাবিতে কাউন্সেলিং সাইকোলজি গোল্ড মেডেল ট্রাস্ট ফান্ড গঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগে ‘এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি গোল্ড মেডেল ট্রাস্ট ফান্ড’ গঠন করা হয়েছে।

এ ফান্ড গঠনের লক্ষ্যে বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. শাহীন ইসলাম বুধবার পাঁচ লাখ টাকার একটি চেক বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইনের কাছে হস্তান্তর করেন।



উপাচার্য দফতরে আয়োজিত এই চেক হস্তান্তর অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, অধ্যাপক ড. শামীম এফ করিম, অধ্যাপক ড. মেহতাব খানম, সহযোগী অধ্যাপক মেহজাবীন হক, প্রভাষক মো. আজহারুল ইসলাম এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমান উপস্থিত ছিলেন।

এ ট্রাস্ট ফান্ডের আয় থেকে প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয় এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের এমএস পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপ্ত একজন শিক্ষার্থীকে ‘এডুকেশনাল এন্ড কাউন্সেলিং সাইকোলজি গোল্ড মেডেল’ দেওয়া হবে।

উপাচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিক এই ট্রাস্ট ফান্ড গঠনের জন্য বিভাগের শিক্ষকদের ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন, এর মাধ্যমে শিক্ষার্থীরা উপকৃত হবে।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, জুন ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।